নিজস্ব সংবাদদাতাঃ রাজস্থানঃ রাজস্থানের জয়পুরের কানওয়াটিয়া হাসপাতালে এক প্রসূতিকে চিকিৎসকেরা ভর্তি নিতে রাজি না হওয়ায় বাধ্য হয়ে তিনি হাসপাতালের দরজার সামনেই সন্তানের জন্ম দেন।
পরিবার অভিযোগ করেন, “চিকিৎসকরা প্রসূতিকে দেখে জানায়, “তার ভর্তি হওয়ার প্রয়োজন নেই।” এই বলে হাসপাতাল থেকে ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু হাসপাতাল থেকে বেরোনোর পর মহিলার খুব প্রসব বেদনা শুরু হয়। এরপরেও হাসপাতালের তরফে কোনো রকম সহযোগীতা পাওয়া যায়নি। তাই কোনো উপায় না পেয়ে হাসপাতালের দরজায় সন্তান প্রসব করতে বাধ্য হয়। তারপর পরিবারের সদস্যরা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ফলে হাসপাতাল কর্তৃপক্ষের বিষয়টি নজরে আসে।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর অভ্যন্তরীণ তদন্তের মাধ্যমে চিকিৎসক মনোজ, কুসুম সাইনি ও নেহা রাজাওয়াতের গাফিলতির প্রমাণ পাওয়া গেলে এই ঘটনায় চিকিৎসক মনোজ, কুসুম সাইনি এবং নেহা রাজাওয়াতকে চাকরী থেকে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট রাজেন্দ্র সিংহ তানওয়ারের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ থাকায় রাজেন্দ্র সিংহ তানওয়ারকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। আপাতত ওই প্রসূতি ও তার সন্তান সুস্থ আছে।
Sponsored Ads
Display Your Ads Here