Indian Prime Time
True News only ....

১ মহিলাকে ধর্ষণের অপরাধে সাসপেন্ড হতে হলো মুখ্যসচীবকে

- Sponsored -

- Sponsored -

- Slide Ad -

নিউজ ডেস্কঃ আন্দামানঃ এক জন মহিলাকে ধর্ষণ করার অভিযোগে আজ স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে একটি বিবৃতি দিয়ে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে আন্দামানের মুখ্যসচীব জিতেন্দ্র নারায়ণকে।

১৯৯০ সালের অরুণাচল প্রদেশ-গোয়া-মিজোরাম ও কেন্দ্রশাসিত অঞ্চল (এজিএমইউটি) ক্যাডারের আইএএস অফিসার জিতেন্দ্র নারায়ণের বিরুদ্ধে এক জন মহিলা থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন। গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে সেই অভিযোগপত্র পাঠিয়ে দেওয়া হয়।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠানো রিপোর্টে বলা হয়েছে, তিনি সরকারী পদের অবমাননা এবং অপব্যবহার করেছেন। ফলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জিতেন্দ্র নারায়ণের বিরুদ্ধে আইন মোতাবেক কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যেই পুলিশ জিতেন্দ্র নারায়ণের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগের তদন্ত শুরু করেছেন।

সাসপেন্ড করা ছাড়াও তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও প্রস্তুতি চলছে। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে বলা হয়েছে, ‘কোনো সরকারী আধিকারিক যে পদমর্যাদা সম্পন্ন হোন না কেন, সরকার এই ধরণের অভিযোগের ক্ষেত্রে দ্রুত ও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে।’

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored