নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ আজ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অধিকারীদের খাস-তালুক কাঁথিতে রোড শো করবেন। প্রায় তিন কিলোমিটার পথ ধরে পদযাত্রা করবেন। এবারের লোকসভা নির্বাচনে কাঁথি অন্যতম চর্চিত আসন। এখান থেকে বিজেপি বিদায়ী সাংসদ শিশির অধিকারীর পুত্র সৌমেন্দু অধিকারীকে প্রার্থী করেছে। অতএব কাঁথির হট সিট কার দখলে যাবে তা কেবল সময়ের অপেক্ষা।
অনেক দিন আগেই কাঁথি লোকসভা আসনের বিদায়ী সাংসদ বর্ষীয়ান শিশিরবাবুর সঙ্গে তৃণমূলের সম্পর্ক ছিন্ন হয়েছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে শিশিরবাবুর হাত ধরেই তৃণমূল কাঁথি লোকসভা আসনে জয়ী হয়েছিল। কিন্তু এরপর থেকে রাজনীতির রঙ্গমঞ্চে অনেক জল বয়ে গিয়েছে। এমন অবস্থায় এবার কাঁথির আসন ধরে রাখতে তৃণমূলের তরফে উত্তম বারিককে প্রার্থী করা হয়েছে। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তম বারিকের সমর্থনে ভোটের প্রচার করবেন।
Sponsored Ads
Display Your Ads Here
Sponsored Ads
Display Your Ads Hereএদিন মমতা বন্দ্যোপাধ্যায় কাঁথির শ্রী অরবিন্দ স্টেডিয়ামে হেলিকপ্টার থেকে নামবে। তারপর বিকেলবেলা শহর পরিক্রমা করার কথা। জুনপুট মোড় থেকে পদযাত্রা শুরু হবে। প্রায় তিন কিলোমিটার পথ হাঁটবেন। দলীয় সূত্রে খবর, এরপর একে একে সুপার মার্কেট রোড, পোস্ট অফিস মোড়, চৌরঙ্গী মোড়, রূপশ্রী সিনেমা রোড, মেচেদা বাইপাস হয়ে ১১৬বি জাতীয় সড়কের ধারে শকুন্তলা লজ মোড়ে এই পদযাত্রা সমাপ্ত হবে।