নিজস্ব সংবাদদাতাঃ বারাণসীঃ বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টির প্রার্থীদের হয়ে প্রচারের জন্য গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরপ্রদেশের বারাণসীতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন।
গঙ্গার ঘাটে যাওয়ার পথে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিজেপি কর্মীরা কালো পতাকা দেখানোর সাথে সাথে ‘জয় শ্রীরাম’ শ্লোগান দেন। এই ঘটনায় প্রধানমন্ত্রী মোদীর লোকসভা কেন্দ্র বারাণসীতে উত্তেজনা ছড়ায়।
এরপর পাল্টা মুখ্যমন্ত্রীও বিজেপি কর্মীদের শ্লোগানের জবাবে ‘জয় হিন্দ’ শ্লোগান দিতে থাকেন। পাশাপাশি অখিলেশ যাদবের দল সমাজবাদী পার্টির কর্মী-সমর্থকেরা ‘মমতা জিন্দাবাদ’ ধ্বনি তুলতে শুরু করেন। তখন মমতা বন্দ্যোপাধ্যায় বিক্ষোভকারীদের উদ্দেশে মমতা বলেন, ‘‘এই ভাবে আমায় দমিয়ে রাখা যাবে না।’’
সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ বলেন, ‘‘দিদি আর ভাই এক সঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াই করায় বিজেপির অবস্থা খারাপ। এখনো বিজেপি বাংলায় লজ্জাজনক হারের ধাক্কা থেকে বের হতে পারেনি। তাই বারাণসীতে কালো পতাকা দেখাচ্ছে। কারণ বিজেপি জানে, ওদের উত্তরপ্রদেশেও একই অবস্থা হতে চলেছে। তাই এটা ওঁদের হতাশারই বহিঃপ্রকাশ।’’
আজ নিউ টাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ এই প্রসঙ্গে বলেছেন, ‘‘তৃণমূল প্রধানমন্ত্রী ও রাজ্যপালকেও কালো পতাকা দেখায়। এ বার মমতা নিজে দেখেছেন। এ বার বুঝুন কালো পতাকা দেখালে কেমন লাগে।’’
এদিকে উত্তরপ্রদেশে বিধানসভা ভোটের প্রচারে তৃণমূলের নেত্রীকে উদ্দেশ্য করে বিজেপি কর্মীদের শ্লোগানের বিরুদ্ধে এদিন তৃণমূল রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচীর ডাক দিয়েছে। ফলে এই প্রসঙ্গে দিলীপ ঘোষ জানিয়েছেন, ‘‘নারী কেন, উনি তো বাঘিনী।’’