নিজস্ব সংবাদদাতাঃ আসামঃ আজ কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রাকে কেন্দ্র করে আসামের গুয়াহাটিতে তুমুল উত্তেজনা ছড়ায়। আর পদযাত্রা গুয়াহাটিতে ঢুকতে গেলে পুলিশের সঙ্গে কংগ্রেস কর্মী-সমর্থকদের ধস্তাধস্তিও হয়। এমনকি রাহুল গান্ধীকে লক্ষ্য করে জয় শ্রীরাম শ্লোগানও তোলা হয়। এরপরই তাঁকে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা গ্রেফতারের হুঁশিয়ারী দিলেন।
হিমন্ত বিশ্বশর্মার রাহুল গান্ধীর বক্তব্যের ভিডিও এক্স হ্যান্ডেলে দিয়ে লিখেছেন, ‘‘রাহুল গান্ধী ও জিতেন্দ্র সিং আসাম পুলিশের জওয়ানদের আক্রমণ করার জন্য জনতাকে উস্কানি দিয়েছেন। যার প্রমাণ সামনে আসছে। আমাদের জওয়ানরা জনতার সেবা করেন। রাজশাহী পরিবারের নয়। নিশ্চিন্তে থাকুন, আইনের হাত অনেক লম্বা, আপনাকে ধরে ফেলবেই।’’
Sponsored Ads
Display Your Ads Here
পাশাপাশি আরো সুর চড়িয়ে জানান, ‘‘গুয়াহাটিতে হিংসা ছড়ানোয় প্ররোচনা দেওয়া এবং আইন অমান্যের জন্য ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর রাহুল গান্ধীকে গ্রেফতার করা হবে।’’ তবে এই মন্তব্য করার আগেই তিনি রাহুল গান্ধীর বিরুদ্ধে আইনী পদক্ষেপ করার জন্য পুলিশকে নির্দেশ দেন।
Sponsored Ads
Display Your Ads Here
কংগ্রেস সাংসদ অবশ্য পাল্টা অভিযোগ করেছেন যে, ‘‘হিমন্ত বিশ্বশর্মার নির্দেশেই পুলিশ এই পদযাত্রায় বাধা দিয়েছে।’’ এই ঘটনায় রাহুল গান্ধী হিমন্ত বিশ্বশর্মাকে দুর্নীতিগ্রস্ত বলেও অভিযোগ করেছেন।
Sponsored Ads
Display Your Ads Here