চয়ন রায়ঃ কলকাতাঃ ২০২১ এর বিধানসভা নির্বাচনে বিভিন্ন কেন্দ্র থেকে বিপুল সংখ্যক আসনে জয়ী হয়েছে তৃণমূল। তাই আজ কালীঘাটে তৃণমূল কার্যালয়ে পরিষদীয় দলের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন।
মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিক বৈঠকের মাধ্যমে এই সিদ্ধান্ত প্রকাশ্যে আনেন। পার্থ চট্টোপাধ্যায় জানান, “পরিষদীয় দলের নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচিত হয়েছেন। আর ৫ ই মে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণের পরে বাকি বিধায়করা ৬ ই মে ও ৭ ই মে শপথ গ্রহণ করবেন। এছাড়া বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় হবেন।
Sponsored Ads
Display Your Ads Hereস্পিকার নির্বাচনের দিন সুব্রত মুখোপাধ্যায় দায়িত্ব পালন করবেন। কিন্তু মন্ত্রী কারা হবেন সেই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত গ্রহণ করবেন কারা মন্ত্রী হবে।
Sponsored Ads
Display Your Ads Hereসূত্রের খবর অনুযায়ী জানা যায়, মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় বৈঠকে বিধায়কদের বলেছেন, “বিধায়ক হয়ে যাওয়ার পরে অহংকার করলে চলবে না। জয়ী হওয়ার পর দায়িত্ব আরো বেড়ে গেছে। আপনারা যোগ্য জবাব দিয়ে জিতেছেন। আমাদের জয়ে সারা দেশের মানুষ খুশী হয়েছেন। দেশের সব বিরোধীরা খুশী হয়ে অভিনন্দন জানিয়েছেন”।