নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ আজ সকালে নিজের বাসভবনে আক্রান্ত হলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। নিজের বাসভবনে সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনার সময় রেখা গুপ্তার উপর এক ব্যক্তি হামলা চালান। আচমকা মুখ্যমন্ত্রীকে চড় মারেন। তৎক্ষণাৎ রেখা গুপ্তার নিরাপত্তা রক্ষীরা ওই ব্যক্তিকে ধরে ফেলেন। এদিকে, রেখা গুপ্তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীর ব্যক্তির নাম রাজেশ ভাই খিমজি।
দিল্লির মুখ্যমন্ত্রী নিজের বাসভবনে ‘জনশুনানি’ করেন। সেইমতো এদিনও সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিলেন। সবার অভাব অভিযোগ শুনছিলেন। প্রত্যেকের সাথে আলাদা ভাবে কথা বলছিলেন। রাজেশ ভাই খিমজি এই জনশুনানিতে এসেছিলেন। তিনি নিজের কথা জানানোর জন্য রেখা গুপ্তার কাছে গেলে আচমকা রেখা গুপ্তাকে চড় মারেন ও চুল ধরে টানেন। এরপরই নিরাপত্তা রক্ষীরা ওই ব্যক্তিকে ধরে ফেলেন।
বিজেপির বর্ষীয়ান নেতা হরিশ খুরানা এই প্রসঙ্গে বলেন, “ওই জনশুনানিতে হাজির এক ব্যক্তি মুখ্যমন্ত্রীর উপর হামলা চালায়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি। এই হামলার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা চিকিৎসকরা পরীক্ষা করে দেখছেন।” দিল্লির মন্ত্রী মঞ্জিন্দর সিং সিরসাও এই হামলার পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র থাকতে পারে বলে সন্দেহ করছেন। আর এই হামলার পিছনে কারা রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত করা হবে বলে জানান।
Sponsored Ads
Display Your Ads Here
কংগ্রেসও এই ঘটনার নিন্দা করেছে। সেইসাথে দিল্লিতে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে যে, দিল্লির মুখ্যমন্ত্রী যদি নিরাপদ না থাকেন, তাহলে দিল্লিতে সাধারণ মহিলারা কতটা নিরাপদ? অন্যদিকে, হামলার পর পুলিশ জনশুনানিতে আসা সবাইকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন। হামলাকারী ব্যক্তি একাই এসেছিলেন নাকি কারোর সাথে এসেছিলেন, তা জানার চেষ্টা চলছে। এর আগে অরবিন্দ কেজরীবাল মুখ্যমন্ত্রী থাকাকালীন তাঁর উপর একাধিকবার হামলার চেষ্টা হয়েছে। গায়ে কালিও ছেটানো হয়েছে। অর্থাৎ বার বারই দিল্লির মুখ্যমন্ত্রীদের নিরাপত্তার অভাব দেখা যাচ্ছে।