নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ গ্রাম পঞ্চায়েত তৃণমূল উপপ্রধানের হত্যা সহ একের পর এক বাড়িতে অগ্নিসংযোগের জেরে দুই শিশু সন্তান সহ প্রায় দশ জনের মৃত্যুর ঘটনায় আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের বগটুই গ্রামে পৌঁছালেন। এদিকে গ্রামবাসীদের পাশাপাশি মৃত পঞ্চায়েত উপপ্রধান ভাদু শেখের পরিবারও আতঙ্কে গ্রাম ছেড়েছিলেন।
তবে বর্তমানে ভাদুর পরিবার পুলিশী ঘেরাটোপের মধ্যে আছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামে পৌঁছানোর ঠিক আগেই ভাদুর পরিবারকে গ্রামে ফিরিয়ে আনা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামে পৌঁছে আক্রান্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলতেই তারা কান্নায় ভেঙে পড়লেন। এমন সময় মুখ্যমন্ত্রীর সামনেই বগটুইয়ে আক্রান্ত পরিবারের এক জন সদস্য অসুস্থ হয়ে পড়লেন।
Sponsored Ads
Display Your Ads Here
মমতা বন্দ্যোপাধ্যায় আক্রান্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলার পর আহতদের দেখতে হাসপাতালেও পৌঁছে যান। এর পাশাপাশি বগটুইয়ে সিট প্রধান এডিজি সিআইডি জ্ঞানবন্ত সিং এর নেতৃত্বে সিট সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করছেন। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘‘ভাদু শেখকে মারার ঘটনা খারাপ। তার পর যা হয়েছে তা ও অত্যন্ত নিন্দনীয়।’’
Sponsored Ads
Display Your Ads Here
এছাড়া আশ্বাসও দিয়েছেন যে, ‘‘তদন্ত তদন্তের পথে চলবে। আমি এর মধ্যে কোনো ভাবে হস্তক্ষেপ করব না। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যে পুলিশ অফিসার এর মধ্যে জড়িত তাদের ছাড়া হবে না। তৃণমূলের ব্লক সভাপতি আনারুলকে গ্রেফতার করবে পুলিশ। হয় আনারুলকে আত্মসমর্পণ করতে হবে না হলে যেখান থেকে হোক আনারু্লকে গ্রেপ্তার করতে হবে।’’
Sponsored Ads
Display Your Ads Here
আর শুধুমাত্র এখানকার লোক ঘটনায় জড়িত না বাইরের লোক এসেছে তা দেখতে হবে। জীবনের বিকল্প চাকরী হয় না। তবুও আমি নিজের কোটা থেকে দশ জনকে চাকরী দেব।’’
‘‘এছাড়া সব সময় এলাকায় পুলিশ পিকেটিং থাকবে। যাদের ঘর-বাড়ি পুড়ে গিয়েছে তারা বাড়ি তৈরীর জন্য ১ লক্ষ টাকা করে পাবেন, প্রয়োজনে আরো ১ লক্ষ টাকা করে পাবেন। সাথে আরো ৫ লক্ষ টাকা দেওয়া হবে। আর যাদের বাড়ি ৬০ শতাংশ পুড়ে গিয়েছে তাদের ১ লক্ষ টাকা করে দেওয়া হবে ও তিনটি বাচ্চাকে ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। রাজ্য সরকার সমস্ত চিকিৎসার দায়িত্ব নেবে।’’
