চয়ন রায়ঃ কলকাতাঃ রাজ্যের মন্ত্রীসভায় নতুন মন্ত্রীদের নাম ঘোষিত হয়ে গিয়েছে। মন্ত্রী হিসেবে মোট নয় জন মন্ত্রী মোট শপথ নিচ্ছেন। এর মধ্যে আট জনই নতুন মুখ। যার মধ্যে পার্থ ভৌমিক, বাবুল সুপ্রিয়, উদয়ন গুহ, প্রদীপ মজুমদার ও স্নেহাশিষ চক্রবর্তী পূর্ণমন্ত্রী হচ্ছেন।
বীরবাহা হাঁসদা এবং বিপ্লব রায়চৌধুরী স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হচ্ছেন। আর তাজমুল হোসেন ও সত্যজিৎ বর্মণ প্রতিমন্ত্রী হচ্ছেন। এদিন বিকালবেলা ৪ টে নাগাদ মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় নতুন মন্ত্রীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন। এছাড়া এদিন কয়েকজন মন্ত্রীর দপ্তরও রদবদল হতে চলেছে।
গত বছরের নভেম্বর মাসে তৎকালীন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণের পর একবার মন্ত্রীর দপ্তরে রদবদল ঘটেছিল। পার্থ চট্টোপাধ্য়ায়ের হাতে থাকা তথ্যপ্রযুক্তি, শিল্প-বাণিজ্য এবং পরিষদীয় দপ্তরের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ দপ্তরগুলিকে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে বণ্টন করতে হবে।