অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ রাজ্যে এসআইআর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) আতঙ্কে মৃত ও আত্মঘাতীদের পরিবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার অর্থসাহায্য ঘোষণা করলেন। পাশাপাশি এসআইআর আতঙ্কে অসুস্থ হয়ে পড়া ব্যক্তিরাও আর্থিক সহায়তা পাবেন বলে জানালেন।

মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘‘এখনো অবধি রাজ্যে এসআইআর আতঙ্কে ৩৯ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। এঁদের প্রত্যেকের পরিবার দু’লক্ষ টাকা করে অর্থ সাহায্য পাবে। আর অসুস্থ হয়ে চিকিৎসাধীন তেরো জনের মধ্যে কাজের চাপের শিকার তিন জন বিএলও (বুথ লেবেল অফিসার) রয়েছেন। এই তেরো জন এক লক্ষ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। আমাদের সরকার তাঁদের দুর্দিনে পাশে আছে। জানি আমাদের টাকা নেই। তবে মহিলারা সংসারও চালায়, আবার সরকারও যখন চালায় তখন লক্ষ্মীর ভাণ্ডারের মতোই কিভাবে ম্যানেজ করতে হয়, তা জানে। আমরা করছি।’’

প্রসঙ্গত, গত ২৮ শে অক্টোবর বাংলায় এসআইআর চালু হয়েছে। প্রথম দিনই উত্তর চব্বিশ পরগণার খড়দহের বাসিন্দা প্রদীপ কর আত্মহত্যা করেন। এরপর গণনাপত্রের (এনুমারেশন ফর্ম) পূরণ এবং জমা নেওয়ার প্রক্রিয়া চলাকালীন ৩৯ জনের মৃত্যু হয়েছে বলে মুখ্যমন্ত্রীর দাবী করেছেন। এদের মধ্যে প্রায় অর্ধেক আত্মহত্যা করেছেন। বাকিদের হৃদ্রোগে আক্রান্ত হয়ে ও ব্রেন স্ট্রোকে মৃত্যু হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here









