নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ শনিবার উত্তরপ্রদেশের গাজিয়াবাদের দ্য গ্র্যান্ড আইআরএসে হোটেলে একটি বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে গান বাজানো নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরী হয়েছে। এই ঘটনায় প্রায় পাঁচ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক জন মহিলার অবস্থা আশঙ্কাজনক।
সূত্রের খবর অনুযায়ী, ওই বিয়ের অনুষ্ঠানে আগত অতিথিরা ডিজে চালানোর দাবী করেন। যে হোটেলে এই অনুষ্ঠান হচ্ছিল তার ম্যানেজার গান চালানোর অনুমতি না দিলে তা নিয়ে দু’পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। এরপর হোটেলে উপস্থিত কয়েক জন নারী-পুরুষ নির্বিশেষে লাঠি নিয়ে মারধর শুরু করেন।
আবার কয়েক জন অতিথি চিৎকার করেন ও কয়েক জন অতিথি রক্তাক্ত অবস্থায় ছুটতে শুরু করেন। ইতিমধ্যেই এই গোটা ঘটনাটির ভিডিয়ো নেটমাধ্যমে ভাইরাল হয়েছে।
এই ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসার পর রাজনৈতিক রংও লেগেছে। উত্তরপ্রদেশের বিরোধী নেতা তথা সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব ভিডিওটি টুইটারে পোস্ট করে লিখেছেন, ‘‘বিজেপি উত্তরপ্রদেশে আইনশৃঙ্খলার শেষকৃত্য সম্পন্ন করে দিয়েছে’’।
পুলিশ সূত্রে জানা গেছে, গুরুতর আহত ওই মহিলাকে আইসিইউতে ভর্তি করানো হয়েছে। এই ঘটনায় এখনো অবধি মোট ন’জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি ওই হোটেলটি এক জন বিজেপি নেতার বলেও জানা গিয়েছে।