নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ কেন্দ্রীয় সরকারের উদ্যোগে যুদ্ধবিধ্বস্ত ইজরায়েলে আটকে থাকা ২১২ জন ভারতীয় আজ দেশে ফিরলেন। গতকাল স্থানীয় সময় রাত ৯টা নাগাদ কেন্দ্রের পাঠানো বিশেষ চার্টার্ড বিমান ভারতীয়দের নিয়ে সে দেশের বেন গুরিয়ন বিমানবন্দর থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়ে আজ নয়া দিল্লিতে অবতরণ করে। কেন্দ্রের তরফে এই অভিযানের নাম ‘অপারেশন অজয়’ দেওয়া হয়েছে।
এছাড়া ভারতীয় দূতাবাসের তরফে ইজরায়েলে থাকা ভারতীয়দের নির্দেশ দেওয়া হয়েছিল যে, যারা দেশে ফিরতে আগ্রহী তাদের বিমানে আসার জন্য কোনো ভাড়া লাগবে না। আর যারা আগে আসবেন, তারা আগে বিমানে আসন পাবেন। বিমানের সীমিত সংখ্যক আসনের জন্য প্রথম ২১২ জনকে ফিরিয়ে আনা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
দেশে ফেরা ভারতীয়দের স্বাগত জানাতে কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর দিল্লির বিমানবন্দরে উপস্থিত ছিলেন। এদিকে এখনো বহু ভারতীয় দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন। কেন্দ্রীয় সূত্রে খবর যে, শীঘ্রই সকল ভারতীয়কে ফিরিয়ে আনা হবে। প্রসঙ্গত, ৭ ই অক্টোবর হামাসের সঙ্গে ইজরায়েলের সংঘাত শুরু হওয়ার পরেই এয়ার ইন্ডিয়া ইজরায়েলে বাণিজ্যিক বিমান পরিষেবা বন্ধ করেছে। এর জেরে বহু ভারতীয় ওই দেশে আটকে পড়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here
উল্লেখ্য, জেরুসালেম, তেল আভিভ সহ ইজরায়েলের বিভিন্ন শহরে বসবাসকারী ভারতীয়দের সংখ্যা ১৮ হাজারেরও বেশী। এদের কেউ পড়ুয়া। কেউ তথ্যপ্রযুক্তি কর্মী। আবার কেউ পরিষেবা ক্ষেত্রের। অন্যদিকে এই সংঘর্ষের ষষ্ঠ দিনে ইজরায়েলি সেনা জানিয়েছে, ‘‘প্যালেস্তাইনের সশস্ত্র বাহিনী হামাসের সাথে সংঘর্ষে এখনো অবধি দেশের ১ হাজার ২০০ জন নাগরিক মারা গিয়েছেন। তাদের মধ্যে ১৮৯ জন সেনা।’’ এছাড়া গাজার প্রশাসনের তরফে জানা গেছে, ‘‘ওই দেশের মৃত্যু সংখ্যা ১ হাজার ২০০ জন হয়েছে।’’
Sponsored Ads
Display Your Ads Here