নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। কিন্তু তারপরও বর্তমান প্রজন্ম খুব ছোটো থেকেই এই নেশায় ঝুঁকছে। যা তাদের উপর অত্যন্ত খারাপ প্রভাব ফেলবে।
এই সমস্ত দিক চিন্তা করেই কেন্দ্রীয় সরকার Cigarettes & other Tobacco products Amendment Act, 2020 নামক একটি আইনের খসড়া তৈরি করছে। আর এই খসড়ায় উল্লেখ আছে, “২১ বছরের আগে ধূমপান করা যাবে না। এক্ষেত্রে সিগারেট সহ বিভিন্ন তামাকজাত দ্রব্য কেনার বয়স বৃদ্ধি করা হবে। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের অন্তত ১০০ মিটারের মধ্যে কোনো নেশাজাত দ্রব্যের দোকান থাকবে না”।
আর এই বিলের সাত নম্বর ধারায় বলা আছে, “সিগারেট সম্পূর্ণ প্যাকেট হিসেবেই বিক্রি করতে হবে। কোনো খুচরো সিগারেট বিক্রি করা যাবে না। এই আইন ভঙ্গ করে এর অন্যথা করার অপরাধে প্রথমবারের ক্ষেত্রে দু’বছরের জেল বা ১ লক্ষ টাকা জরিমানা করা হবে। আর দ্বিতীয়বারের ক্ষেত্রে পাঁচ বছরের জেল হেফাজত কিংবা ৫ লক্ষ টাকা জরিমানা দায়ের করা হবে।
ধূমপান নিষিদ্ধ এলাকায় কোনোপ্রকার তামাকজাত দ্রব্য সেবন করলে নতুন আইন অনুযায়ী ২০০০ টাকা জরিমানা আদায় করা হবে”।
তবে আশা করা যায়, কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের নতুন নিয়মের ক্ষেত্রে প্রশাসনের কড়া পদক্ষেপ গ্রহণ করলে কিছুটা হলেও ধূমপায়ীদের রাশ টানা যাবে।