চাকরীজীবীদের সঞ্চয় বৃদ্ধিতে নতুন স্কিম আনতে চলেছে কেন্দ্র

Share

নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ চাকরীজীবীদের জন্য কিছুটা স্বস্তির খবর। এবার ইপিএফও বা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন তাদের জন্য নতুন এক স্কিম চালু করতে চলেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী উৎপাদন ও অন্যান্য খাতে কর্মসংস্থান তৈরী করার লক্ষ্যে ২০২৪-২৫ সালের কেন্দ্রীয় বাজেটে এই বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, কেন্দ্র তরুণদের কর্মক্ষমতা বাড়াতে এই ধরণের প্রকল্প চালু করতে চলেছে।

ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রীসভা এই খাতে ৯৯ হাজার ৪৪৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন করে দিয়েছে। কেন্দ্র আশা করছে, ১ কোটি ৯২ লক্ষ ব্যক্তি এই প্রকল্পের সুবিধা পেতে চলেছেন। তবে শ্রম মন্ত্রকের মত অনুসারে, “এই প্রকল্প দু’বছরে মোট ৩ কোটি ৫০ লক্ষের বেশী কর্মসংস্থান তৈরীতে উৎসাহিত করবে। ২০২৫ সালের ১ লা আগস্ট থেকে এই প্রকল্প শুরু হবে। আর ২০২৭ সালের ৩১ শে জুলাই এই প্রকল্প শেষ হবে।

কিন্তু এই পনেরো হাজার টাকা পাওয়া যায় কিভাবে? কোনো সংস্থায় কর্মরত কর্মীদের যাদের বার্ষিক বেতন এক লক্ষ টাকার কম, তাদের দুই কিস্তিতে পনেরো হাজার টাকা দেওয়া হবে। এছাড়াও এই স্কিমের অধীনে ইপিএফওতে রেজিস্টার্ড সংস্থাগুলোতেও নতুন কর্মচারী নিয়োগ করলে দু’বছরের জন্য প্রতি মাসে সর্বোচ্চ তিন হাজার টাকা করে পাবে। তবে উৎপাদন খাতের জন্য এই প্রকল্পের সময়সীমা আরো দু’বছর অবধি বাড়ানো হতে পারে।


Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930