চয়ন রায়ঃ কলকাতাঃ এবার টলিউডেও থাবা বসালো করোনা। তাই করোনা পরিস্থিতির বাড়বাড়ন্তের জন্য বিভিন্ন মেলা ও উৎসবের পাশাপাশি কলকাতা চলচ্চিত্র উৎসবও বন্ধ হয়ে গেল।
গতকাল চলচ্চিত্র উৎসব কমিটির প্রধান কর্মকর্তা রাজ চক্রবর্তী সস্ত্রীক করোনা আক্রান্ত হওয়ার পর আজ আবার আয়োজক কমিটির সদস্য পরমব্রত চট্টোপাধ্যায় করোনা আক্রান্ত হলেন।
ফলে রাজ চক্রবর্তী এবং পরমব্রত চট্টোপাধ্যায়ের আলোচনার মাধ্যমে ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতিতে কলকাতা চলচ্চিত্র উৎসব স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে চলতি বছরে করোনা পরিস্থিতির কারণে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের পরিবর্তে নবান্ন সভাঘর থেকে ভার্চুয়ালি চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করার কথা ছিল। কিন্তু আয়োজক কমিটির একাধিক সদস্য করোনা আক্রান্ত হওয়ায় আপাতত চলচ্চিত্র উৎসব বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।