নিজস্ব সংবাদদাতাঃ আজ হিমাচল প্রদেশের কুলু জেলার অনি মহকুমা অঞ্চলে একটি যাত্রী বোঝাই বাস পাহাড়ি রাস্তা থেকে খাদে গিয়ে পড়তেই ঘটনাস্থলে চালকের মৃত্যু হয়। বাসে প্রায় পঁচিশ জন যাত্রী ছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে হইচই শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে, এই দুর্ঘটনায় বাসটি একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। আর খাদে পড়ে যাওয়ার পর প্রথমে এলাকাবাসীরা ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন।
এরপর আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। পাশাপাশি পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ খবর পরে দুর্ঘটনাস্থলে এসে পৌঁছায়। প্রাথমিক ভাবে জানা গিয়েছে যে, গুরুতর আহত যাত্রীদের রামপুর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে। বেশ কয়েক জনকে প্রাথমিক চিকিৎসার পরে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়েছে। কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে কিভাবে তা এখনো স্পষ্ট ভাবে জানা না গেলেও পুলিশ বিষয়টি খতিয়ে দেখছেন। পাশাপাশি বাসের কোনো ত্রুটি ছিল কিনা, তাও তদন্ত করে দেখা হচ্ছে।