নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ হুগলীর গোঘাটের রঘুবাটি অঞ্চলের হরিশ্চন্দ্রপুর গ্রামে পারিবারিক বিবাদের জেরে ভাইকে পিটিয়ে খুনের অভিযোগ উঠলো দাদার বিরুদ্ধে। মৃত যুবকের নাম উৎপল ঘোষ। বয়স ৩৮ বছর। আর উৎপলের মৃত্যুর খবর পেয়ে স্ত্রী শ্রাবন্তী ঘোষ আত্মহত্যার চেষ্টা করে। দম্পতির ১০ বছর বয়সী একটি পুত্র রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
জানা গেছে, দাদা চঞ্চল ঘোষ বিয়ে করেননি। আরামবাগ এসডিও অফিসের সামনে টাইপিংয়ের কাজ করেন। উৎপল চঞ্চলবাবুর সাথে কাজ করত। গতকাল রাতে দুই ভাইয়ের মধ্যে ঝামেলা হলে চঞ্চলবাবু উৎপলকে মারধর করলে উৎপল মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে উৎপলকে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
এদিকে, স্ত্রী শ্রাবন্তী উৎপলের মৃত্যুর খবর পেয়ে বাড়ির পাশে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এরপর শ্রাবন্তীকে এলাকাবাসীরা উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে আপাতত সেখানেই চিকিৎসাধীন আছে। গোঘাট থানার পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। কিন্তু এই ঘটনায় এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি। তবে পুলিশ চঞ্চলবাবুকে আটক করেছেন।
Sponsored Ads
Display Your Ads Here