চয়ন রায়ঃ কলকাতাঃ তারাতলার বুকে অবস্থিত দীর্ঘ একশো বছরের ব্রিটানিয়া কোম্পানী বন্ধ হয়ে গেলো। এদিন কর্মীরা কাজে গিয়ে কারখানার গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ দেখতে পেয়ে একেবারে চমকে ওঠেন। এই কারখানায় ১২২ জন স্থায়ী কর্মী ছিলেন। আর ২৫০ জন অস্থায়ী কর্মী ছিলেন। কোম্পানী কারখানা বন্ধের কারণ স্পষ্ট করে জানায়নি।
তবে দশ বছরের বেশী সময় ধরে যারা কোম্পানীতে কাজ করতেন, কর্তৃপক্ষ তাদের এক কালীন ২২ লক্ষ ২৫ হাজার টাকা করে দিয়েছেন। আর ছয় থেকে দশ বছরের নীচে যারা চাকরী করতেন, তাদেরকে ১৮ লক্ষ ৭৫ হাজার টাকা দিয়েছেন। এছাড়া তার নীচে যারা চাকরী করেছেন, তাদেরকে ১৩ লক্ষ ২৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে। কিন্তু ২০০৪ সাল থেকে এই কোম্পানী ক্যাজুয়াল স্টাফ নেওয়া শুরু করে। তবে স্থায়ী কর্মীদের এককালীন ক্ষতিপূরণ দেওয়া হলেও অস্থায়ী কর্মীরা ক্ষতিপূরণ পাননি বলে অভিযোগ তুলে সরব হয়েছেন।