Indian Prime Time
True News only ....

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে ডানকুনিতে আচমকা ভেঙে পড়ে ব্রিজ

- sponsored -

- sponsored -

পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ এখনো কয়েকশো কিলোমিটার দূরে ‘দানা’-র অবস্থান। কিন্তু ইতিমধ্যে উপকূলবর্তী এলাকাগুলিতে ঘূর্ণিঝড় ‘দানা’-র প্রভাব পড়তে শুরু করেছে। বুধবার সকালবেলা থেকেই আকাশ থমথমে। কলকাতা সহ হাওড়া-হুগলীর বেশ কিছু জায়গায় তুমুল বৃষ্টিও হয়েছে। এরইমধ্যে ডানকুনি পুরসভার সাত নম্বর ওয়ার্ডে নড়বড়ে ব্রিজ ভেঙে পড়লো। এর জেরে এক জন বাইক আরোহী আহত হয়েছেন। যা নিয়ে শোরগোল তুঙ্গে।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে ডানকুনির পুরোনো খালের উপর অবস্থিত ব্রিজটির অবস্থা শোচনীয়। নড়বড়ে ব্রিজের উপর দিয়ে মানুষজন ঝুঁকি নিয়ে যাতায়াত করছিলেন। প্রশাসনকে বারবার বলা সত্ত্বেও কোনো উদ্যোগ নেয়নি। অবশেষে এদিন এক জন বাইক আরোহী ওই ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় ব্রিজের একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। আর ওই বাইক আরোহীও আহত হন। এরপর স্থানীয়রাই তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করেন।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored