ব্যুরো নিউজঃ চীনঃ হড়পা বানে পাকিস্তান ও চীনের সংযোগরক্ষাকারী হুঞ্জা উপত্যকায় কারাকোরাম হাইওয়ের উপর অবস্থিত হাসানাবাদ সেতু জলের তোড়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। চীন পাকিস্তানের গিলগিট-বালটিস্তান এলাকায় বিপুল অর্থ ব্যয়ে সেতুটি তৈরী করেছিল।
প্রবল গরমের কারণে উত্তর পাকিস্তানের শিশপার হিমবাহ গলে যাওয়ায় হড়পা বানের সৃষ্টি হয়। সেই জল উপত্যকা বেয়ে হুড়মুড়িয়ে নেমে আসে। এই সেতু সেই অভিঘাত সহ্য করতে না পেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।
Sponsored Ads
Display Your Ads Here
এই সেতু ভেঙে যাওয়ার ফলে উত্তর পাকিস্তানের সঙ্গে কারাকোরাম হাইওয়ের মাধ্যমে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছে। এই বানে হাসানাবাদ সেতুর পাশাপাশি হাসানাবাদের দু’টি জলবিদ্যুৎ কেন্দ্রও ভেসে গিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
পাকিস্তানের পরিবেশ মন্ত্রী শেরি রহমান টুইট করে জানান,‘‘কয়েক দিন আগেই পরিবেশ মন্ত্রক থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছিল। প্রচণ্ড গরমে হিমবাহের গলনে হড়পা বানের সৃষ্টি হতে পারে। সেই হড়পা বানেই হাসানাবাদ সেতু ধবংস হলো। দু’দেশের যোগাযোগ বজায় রাখার জন্য দ্রুত একটি অস্থায়ী সেতু বানিয়ে ফেলা হবে।’’
Sponsored Ads
Display Your Ads Here