নিজস্ব সংবাদদাতাঃ গুজরাটঃ তিন দিনের টানা বৃষ্টিতে গুজরাতের সুরেন্দ্রনগর এলাকার নানি মোরসাল গ্রামের কাছে একটি সেতু তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। আর সেতুটি রাজ্যের হাবিয়াসার গ্রামে ঢোকার মুখে ছিল। গ্রামের পঞ্চায়েত প্রধান তেজাভাই ভারওয়াডের তোলা একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, সেতুটি নদীর জলের তোড়ে আচমকাই ধসে পড়ে। ওই সময় সেতুর এক দিকে দু’জন ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতেও দেখা গিয়েছে। সেতু পার হওয়ার আগেই সেতুটি ভেঙে পড়ায় তারা ভাগ্যক্রমে বেঁচে গিয়েছেন।
সূত্রের খবর অনুযায়ী, মাত্র পাঁচ বছর আগে সেতুটি তৈরী করা হয়েছিল। তবে বাঁধ উপচে নদীতে প্রচুর পরিমাণে জল বেড়ে যাওয়ায় সেতুটির মাঝখানের অংশ একেবারে ভেঙে গিয়েছে। যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিকল্প পথের অভাবে এখন গ্রামটি রাজ্যের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হওয়ায় মানুষ জন চরম সমস্যার সম্মুখীন হয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here