মহম্মদ মোখতারঃ বাংলাদেশঃ বাংলাদেশের ফরিদগঞ্জ পৌরসভার পশ্চিম বড়ালী গ্রামে ছেলের হাতে খুন হলো মা। জানা গেছে ৪২ বছরের ছেলে মমিন দেওয়ান জেল থেকে বেরিয়ে ৬৫ বছর বয়সী মা মনোয়ারা বেগমকে কুপিয়ে হত্যা করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা গ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে একটি হত্যার ঘটনায় মমিন জেলে ছিলেন। তিন মাস আগে জামিন পেয়ে নিজের মা ও ভাগ্নীকে মারধর করা সহ মেরে ফেলার হুমকিও দিতে থাকেন।
আর হঠাৎ ভোরবেলা উত্তেজিত হয়ে মাকে ঘরে থাকা দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। এরপর বাড়ি থেকে পালিয়ে যান। পরে তাকে আটক করতে ফরিদগঞ্জ থানার ওসি ফেসবুকে একটি পোস্ট করেন। পোস্ট করার কিছুক্ষণ পরই পৌর শহরের ভাটেরগাঁও গ্রামে মমিনকে দেখে এলাকাবাসীরা পুলিশের কাছে খবর দেন।
অতঃপর পুলিশ মমিনকে গ্রেপ্তার করে। এর পাশাপাশি মনোয়ারা বেগমের মৃতদেহ উদ্ধার করে চাঁদপুর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া পুলিশ জানিয়েছে যে মমিনের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। কিন্তু জানা যাচ্ছে যে মমিন একজন মানসিক রোগী ছিলেন। আর সেই অসুস্থতায় এই নৃশংস কাণ্ড ঘটিয়েছে,