এবার মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িকে লক্ষ্য করে ঘটে বোমাবাজি
অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ হঠাৎই গতকাল সন্ধ্যাবেলা তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেনের অনুপস্থিতিতে তাঁর কসবার নস্কর রোডের বাড়ির সামনে বেশ কয়েকজন দুষ্কৃতী বোমাবাজি করে। এরপরই ওই দুষ্কৃতীদের গাড়ি দ্রুত বাইপাসের দিকে চলে যায়। যার জেরে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেখানকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। পুলিশ সূত্রে খবর, অ্যান্টি রাউডি স্কোয়াড ঘটনার তদন্তে নেমে এখনো পর্যন্ত মোট ৬ জনকে কসবা, পর্ণশ্রী, পূর্ব যাদবপুর থেকে গ্রেপ্তার করেছে। ধৃত কয়েকজনের নাম হলো সোনু সাউ, অশোক বৈদ্য, গৌতম মণ্ডল, রাহুল রায় এবং ভোলা পাশোয়ান। এছাড়াও তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে বেআইনি অস্ত্র, বোমা তৈরির সামগ্রী সহ তিনটি গাড়ি আটক করেছে পুলিশ।
তবে পুলিশ ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে। এছাড়া পুলিশ তাদের এই ঘটনার কারণ সহ এই ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তার জিজ্ঞাসাবাদ শুরু করেছে। আজই অভিযুক্তদের আলিপুর আদালতে তোলা হবে।
সূত্রের খবরের ভিত্তিতে জানা যায়, এর আগে মঙ্গলবার রাতেও ওই এলাকায় বোমাবাজির ঘটনা ঘটে। রাজনৈতিক মহলের পক্ষ থেকে দাবী করা হয়, এই ঘটনায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা যুক্ত রয়েছে। তারাই এলাকায় সন্ত্রাসের সৃষ্টি করছে।
এই ঘটনায় ইন্দ্রনীল সেন বলেছেন, “আমি এই বিষয়ে কিছুই জানি না। যারা এই কাজ করেছে তারা অত্যন্ত কাপুরুষের মতো কাজ করেছে”।
এই বিষয়ে ফিরহাদ হাকিমও কিছু মন্তব্য করেছেন।