নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ নির্বাচন শেষ হলেও অশান্তির রেশ কাটছে না। এবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের এক নম্বর ব্লকের দাউদপুর গ্রাম পঞ্চায়েত এলাকার সাইফুল্লাচক গ্রামে একটি টিনের বাক্সের মধ্যে বোমা উদ্ধারকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। এমনকি পুলিশ এলে পুলিশকে ঘিরে ব্যাপক বিক্ষোভ চলে।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ওই জায়গায় পান বরোজের যে সমস্ত শ্রমিকেরা কাজ করেছিলেন তারাই প্রথমে বোমাগুলি দেখতে পান। আর যে টিনের বক্সে ওই বোমা ছিল সেই বাক্সে তৃণমূলের পতাকাও লাগানো ছিল। এরপর বিষয়টি চাউর হতেই এলাকাবাসীরা নন্দীগ্রাম থানার পুলিশকে খবর দিলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসতেই এলাকাবাসীরা পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকে। কিন্তু শেষ অবধি পুলিশ পরিস্থিতি সামলে টিনে থাকা বোমা উদ্ধার করে নিয়ে যায়।
Sponsored Ads
Display Your Ads Here
তবে কে বা কারা কি উদ্দেশ্যে ওই বোমা রেখেছে তা স্পষ্ট ভাবে জানা না গেলেও পুলিশ যথাযথ তদন্ত শুরু করেছে। পাশাপাশি এলাকাবাসীদের জিজ্ঞাসাবাদও চালাচ্ছে। এদিকে বাক্সের গায়ে তৃণমূলের পতাকা লাগানো থাকায় এলাকার রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হয়েছে। যদিও এলাকার বিজেপি নেতৃত্ব সরাসরি তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলছে। কিন্তু তৃণমূল সেই অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here