দ্বিজেন্দ্রপ্রসাদ মুখোপাধ্যায়ঃ বীরভূমঃ গতকাল বীরভূমের দুবরাজপুর থানার হালসোত গ্ৰামে সরস্বতী পূজার বিসর্জন হচ্ছিল। এই বিসর্জন উপলক্ষ্যে বাড়ির সকল সদস্য বেরিয়েছিল। পরিবারের সদস্যরা সামনের দিকে থাকলেও ৩২ বছর বয়সী ঝন্টু বাগদী নামের একজন যুবক পেছনের দিকে ছিল। রাত ৮ টার মধ্যে বিসর্জন সম্পন্ন হলেও ঝন্টু বাগদী বাড়িতে ফেরেনি।
গতকাল রাত থেকে তার খোঁজ চললেও তাকে পাওয়া যায়নি। সকালে তালবোনা পুকুরের ঘাটে স্থানীয় মহিলারা গেলে দেখতে পায় যে ঘাটের পাথর নেই ও ওই পুকুরের জলে ঝন্টুর চটি ভাসছিল। গ্ৰামের ছেলেদের খবর দিলে সবাই পুকুরে নামে। পুকুরে নামার পর দেখা যায় জলের ভেতর একটি দেহ পাথর চাপা অবস্থায় পড়ে আছে।
https://www.youtube.com/watch?v=Q7F9Osn4NSc&feature=youtu.be
Sponsored Ads
Display Your Ads Hereস্থানীয়দের তৎপরতায় দুবরাজপুর থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থল থেকে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়। মৃত যুবকের মুখে আঘাতের চিহ্ন রয়েছে। আর নাকেও রক্ত ক্ষরণের চিহ্ন দেখা যায়।
এলাকাবাসী এবং বাড়ির আত্মীয়দের সন্দেহ যুবকটিকে কেউ খুন করে ফেলে দিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দুবরাজপুর থানার পুলিশ। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে তার পরিবারজুড়ে।