নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার অন্তর্গত রায়চক এলাকার চন্ডানদী বক্ষে একটি চটের বস্তা থেকে উদ্ধার ১ জন মহিলার দেহ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুনি নদীর বক্ষে মৃতদেহ পড়ে থাকতে দেখে শোরগোল পড়ে যায়। এরপর দ্রুত ময়না থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে নদী থেকে ওই বস্তা তুলে এক জন মহিলার দেহ উদ্ধার করেছে। তারপর মৃতদেহ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এক জন প্রত্যক্ষদর্শীর কথায়, “এই এলাকায় আগে এই ধরণের ঘটনা ঘটেনি। এই প্রথম ঘটেছে। তবে বিষয়টি জানার পর আতঙ্ক ছড়িয়েছে। যদি কেউ খুন করে থাকে তাহলে তার দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি।”