নিজস্ব সংবাদদাতাঃ খড়গপুরঃ আজ খড়গপুর আইআইটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের পড়ুয়া ২২ বছর বয়সী ফাইজান আহমেদের মৃতদেহ হস্টেল থেকে উদ্ধারকে কেন্দ্র করে ক্যাম্পাস জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়লো।
জানা যায়, দু’দিন ফাইজানকে হস্টেলের ঘরের বাইরে যেতে দেখা যায়নি। ফোন করেও উত্তর পাওয়া যায়নি। এদিন তার খোঁজে সহপাঠীরা দরজায় ধাক্কাধাক্কি করলেও সাড়া না পাওয়ায় পুলিশের কাছে খবর দেওয়া হয়। এরপর হিজলি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দেখেন ফাইজানের মৃতদেহ মেঝেতে পড়ে রয়েছে।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
এরপর মৃতদেহ উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এর পাশাপাশি ফাইজানের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। রেজিস্ট্রার তমাল নাথ এই ঘটনা প্রসঙ্গে জানান, ‘‘খুবই দুঃখজনক ঘটনা। পুলিশ ছাত্রের মৃতদেহ উদ্ধার করে নিয়ে গিয়ে ঘটনাটির তদন্ত করে দেখছেন।’’