নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ আজ হুগলীর ডানকুনি পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডে একটি পুকুর থেকে নিখোঁজ যুবকের দেহ উদ্ধার হয়েছে। মৃত যুবকের নাম অজয় দাস। বাড়ি ষোলো নম্বর ওয়ার্ডের রায়পাড়ায়। তবে সতেরো নম্বর ওয়ার্ডে ভাড়া বাড়িতে থাকত। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, অজয়ের দেহটি এলাকাবাসীরা পুকুরে ভাসতে দেখে আতঙ্কিত হয়ে ডানকুনি থানার পুলিশের কাছে খবর দেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এরপর পুলিশ মৃতের পরিবারের খোঁজ পেয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে, সে কাজে যাচ্ছিল বলে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেনি। সম্ভাব্য সমস্ত জায়গাতেই খোঁজ করা হলেও পাওয়া যায়নি। অবশেষে এদিন মৃতদেহ উদ্ধার হয়। আপাতত পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।