মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ আজ উত্তর চব্বিশ পরগণার মধ্যমগ্রামের মোল্লাপাড়ার রিজিয়াভাটা এলাকায় এক মহিলার মুণ্ডকাটা দেহ উদ্ধারকে কেন্দ্র করে রীতিমতো রহস্য ঘনীভূত হচ্ছে। এই ঘটনায় এলাকাবাসীরা পুলিশের কাছে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে ওই মহিলার মুণ্ডকাটা দেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ওই মহিলা মধ্যমগ্রাম পুরসভার এক নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়া রিজিয়াভাটা এলাকারই বাসিন্দা তপতী হালদার। বয়স ৪৫ বছর। তপতী দেবী ২১ দিন ধরে নিখোঁজ ছিলেন। তিনি নিখোঁজ হয়ে যাওয়ার পর পরিবারের তরফ থেকে পুলিশের কাছে নিখোঁজ ডায়েরীও করা হয়। কিন্তু তদন্ত করেও তপতী দেবীকে খুঁজে পাওয়া যায়নি।
আজ তপতী দেবীর পরিবারের সদস্যরা তার দেহ শনাক্ত করেন। এদিন দেখা গিয়েছে, তপতী দেবীর দেহ বাড়ি থেকে কিছুটা দূরে শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছিল। আর ঘটনাস্থল থেকে কিছুটা দূরে মুণ্ডও উদ্ধার হয়েছে। দেহতেও পচন ধরেছিল। মনে করা হচ্ছে, বেশ কয়েক দিন আগেই খুন করা হয়েছিল। কিন্তু এই ঘটনাটি কে বা কারা কেন করেছে তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।