নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ হাওড়ার উলুবেড়িয়ার রাজাপুর থানা এলাকায় বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে পুকুরের পাশ থেকে তৃতীয় শ্রেণীর এক ছাত্রীর কম্বল জড়ানো দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে শিশুটির জুতো বাড়ির কাছে একটি পুকুরপাড়ে দেখা যায়। এরপর বাড়ি থেকে একশো মিটার দূরে কম্বলে জড়ানো দেহ উদ্ধার হয়। পরিবারের সদস্যদের অভিযোগ, ‘‘তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে।’’ এই ঘটনার জেরে এলাকায় ক্ষোভ ছড়ালে পুলিশ এলাকায় পৌঁছে মৃতদেহ তুলতে গেলে পরিবার ও এলাকাবাসীরা বাধা দেন।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
শিশুটির মায়ের অভিযোগ, ‘‘মেয়ে বাড়ি না ফেরায় বিভিন্ন জায়গায় খোঁজখবর শুরু করা হলে জানা যায় প্রতিবেশী যুবক সুবিদ মল্লিক একটি দোকানে খাবার খাওয়ানোর নাম করে ডেকে নিয়ে গিয়েছিল। এরপর আমার মেয়েকে ধর্ষণের পর খুন করে পালিয়ে গেছে। অভিযুক্তের ফাঁসি চাই।’’
পুলিশ শিশুটির পরিবারকে অভিযুক্ত সুবিদকে শাস্তি দেওয়ার আশ্বাস দিয়ে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। এর পাশাপাশি অভিযোগের ভিত্তিতে গোটা বিষয়টির তদন্ত করে অভিযুক্ত সুবিদের খোঁজ শুরু করে দিয়েছেন।