নিউজ ডেস্কঃ চণ্ডীগড়ঃ পাঞ্জাবের চণ্ডীগড়ে উদ্ধার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেসের চেয়ারপার্সন হংসরাজ আহিরের ভাইপোর দেহ সহ এক যুবকের ঝুলন্ত দেহ। এই মৃত্যুকে কেন্দ্র করে রহস্য দানা বেঁধেছে।
হংসরাজ আহিরের এক জন সহযোগী জানান, “আট দিন আগে মহারাষ্ট্রের চন্দ্রপুরের বাসিন্দা মহেশ হরিশ্চন্দ্র আহির ও মহেশ হরিশ্চন্দ্র আহিরের বন্ধু হরিশ ধুতে চণ্ডীগড়ে গিয়েছিলেন। চণ্ডীগড় যাওয়ার পর থেকেই তাদের সাথে পরিবারের সদস্যদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।”
এরপর গত ১৫ ই মার্চ পরিবারের সদস্যদের তরফ থেকে চন্দ্রপুর থানায় নিখোঁজ ডায়েরী দায়ের করা হলে সেই অভিযোগের ভিত্তিতে চণ্ডীগড়ে পুলিশের একটি দল পাঠিয়ে বুধবার সন্ধ্যাবেলা মৃতদেহ উদ্ধার করা হয়। কিন্তু মৃত্যু হয়েছে কি কারণে তা নিয়ে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছেন।