চয়ন রায়ঃ কলকাতাঃ আজ কলকাতার বানতলার একটি নির্মীয়মাণ বহুতল থেকে উদ্ধার হলো অজ্ঞাত পরিচিত এক মহিলার রক্তাক্ত দেহ। ওই বহুতলে কর্মরত রাজমিস্ত্রীরাই ওই মহিলার দেহ দেখতে পেয়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান।
এরপর বিষয়টি জানাজানি হওয়ার পর তড়িঘড়ি লেদার কমপ্লেক্স থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে ওই মহিলার মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। পাশাপাশি পুলিশ ওই মহিলার পরিচয় জানতে মহিলার মুখের ছবি তুলে সমস্ত থানাতে পাঠিয়েছে।
ওই মহিলার মৃত্যুর পেছনে কি কারণ রয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই পুলিশের তরফ থেকে তদন্ত করে দেখা হবে।