Indian Prime Time
True News only ....

বাড়ির শৌচাগার থেকে উদ্ধার হাত-মুখ বাঁধা এক জন বৃদ্ধের দেহ

- sponsored -

- sponsored -

চয়ন রায়ঃ কলকাতাঃ শনিবার রাতেরবেলা কলকাতার বাগুইআটির অশ্বিনীনগরের বিধানপল্লিতে নিজের বাড়ির দো’তলার শৌচাগার থেকে উদ্ধার হয় ৭২ বছর বয়সী জগদীশ মল্লিক নামে এক জন বৃদ্ধের দেহ। উদ্ধার করার সময় জগদীশবাবুর হাত বাঁধা ছিল ও মুখও কাপড় দিয়ে বন্ধ করা ছিল। মনে করা হচ্ছে শ্বাসরোধ করে এই খুন করা হয়েছে। 

 

পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই বৃদ্ধ তৃণমূলের পু্রোনো কর্মী ছিলেন। স্ত্রীর মৃত্যুর পর একাই থাকতেন। দুই নাতি দেখাশোনা করতেন। ঘটনার রাতে লরিতে চাল নিয়ে দোকানে যাওয়ার সময়ে খালাসি জগদীশবাবুকে ফোন করলে জগদীশবাবু জানান, ‘‘খাওয়া সেরে দোকানে পৌঁছবেন।’’

কিন্তু পরে ওই খালাসি তার সঙ্গে ফোনে যোগাযোগ করতে না পেরে বাড়িতে গিয়ে ডাকাডাকি শুরু করতে কোনো সাড়া-শব্দ পাওয়ায় ঘটনাটি জানাজানি হয়। পুলিশ এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে জগদীশবাবুর দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

পুলিশ সূত্রে জানা গেছে, ঘরের মধ্যে আসবাবপত্র সহ অন্যান্য জিনিসপত্রও ওলট-পালট অবস্থায় রয়েছে। এছাড়া আলমারিও ফাঁকা করে দেওয়া হয়েছে। এমনকি বাড়ির একটি দলিলও উধাও হয়ে গেছে। পাশাপাশি দোতলার একটি জানলা তালা লাগানো গেটের মতো করা। সেটিও খোলা ছিল।

এদিকে জানা যাচ্ছে জগদীশবাবু ওরফে ‘ছোটুদা’ নামে পরিচিত ওই ব্যবসায়ী নিজের চালের দোকান বিক্রি করতে চাইছিলেন। অতএব পুলিশের প্রাথমিক ধারণা, সম্পত্তির জেরেই পরিচিত তাকে কেউ খুন করেছেন।

তবে ঘটনার রাতেরবেলা ওই দু’জন নাতি জগদীশবাবুর বাড়িতে যাওয়ায় সন্দেহভাজন হিসেবে তাদের গ্রেপ্তার করার পাশাপাশি সমগ্র ঘটনাটি ভালোভাবে খতিয়ে দেখে তদন্ত শুরু করা হয়েছে।  

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored