নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ আজ আবারও শিলিগুড়ির মাটিগাড়ায় চাঁদমুনির চামটা লাইন এলাকায় এক যুবতীর নিথর দেহ উদ্ধারকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন এলাকার বাসিন্দা ওই যুবতীর দেহ রেলব্রিজের পাশে বিবস্ত্র অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। শরীরে একাধিক জায়গায় ছুরির আঘাতের চিহ্ন ছিল। আর চারপাশে রক্তের দাগ ছিল। ওই যুবতী মাদকাসক্ত ছিল। এছাড়া হেরোইনের মতো মাদকও ব্যবহার করত।
Sponsored Ads
Display Your Ads Here
এদিন দুপুরবেলা পরিবারের সদস্যরা তার দেহ শনাক্ত করে। রেল পুলিশ ও মাটিগাড়া থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান। অভিযোগ উঠেছে যে, ওই যুবতীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। আপাতত পুলিশ ওই যুবতীর দেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here
উল্লেখ্য যে, প্রায় ছ’মাস আগে ঠিক একই জায়গায় একই রকম ভাবে কিসমত মাহালি নামে এক জন ব্যক্তির মেয়ের দেহ উদ্ধার করা হয়। ওই যুবতীও মাদকাসক্ত ছিল। পরিবারের দাবী ছিল যে, তাকেও ধর্ষণ করে খুন করা হয়েছে। কিন্তু আজও সেই মৃত্যু-রহস্যের কোনো কুল কিনারা হয়নি।
Sponsored Ads
Display Your Ads Here
পুলিশ কমিশনার জানান, ‘‘আপাতত বিষয়টি রেল পুলিশ দেখছে। তবে মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে এদিনের খুনের তদন্ত শুরু করা হয়েছে।’’