নিজস্ব সংবাদদাতাঃ কোচবিহারঃ শনিবার মধ্যরাতেরবেলা কোচবিহারের দিনহাটার দু’নম্বর ব্লকের কিসামত দশগ্রামের টিয়াদহ এলাকার একটি পাটক্ষেত থেকে বিজেপি প্রার্থী বিশাখা দাসের দেওরের দেহ উদ্ধার হয়েছে। এই ঘটনায় কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। নিহত যুবক হলো ২৮ বছর বয়সী শম্ভু দাস।
শম্ভুর দেহটি দেখামাত্র দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পাশাপাশি সাহেবগঞ্জ থানার পুলিশের কাছে খবর দেওয়া হয়। পুলিশ জানায়, মৃতের দেহে গভীর ক্ষত ছিল। আপাতত পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।
পরিবার সূত্রে জানা যায়, রাতেরবেলা শম্ভুকে কয়েকজন যুবক বাড়িতে এসে ডেকে নিয়ে যায়। এরপর বাড়ির অদূরেই দেহ পাওয়া যায়। এছাড়াও অভিযোগ ওঠে, পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সন্ত্রাসের আবহ তৈরী করতে শম্ভুকে খুন করেছেন।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
বিজেপির দিনহাটা শহর মণ্ডল সভাপতি অজয় রায় এই প্রসঙ্গে জানান, ‘‘বিধানসভা ভোটের পর থেকেই তৃণমূল গোটা জেলায় লাগামহীন সন্ত্রাস শুরু করেছে। মন্ত্রী উদয়ন গুহের অঙ্গুলিহেলনে আমাদের প্রার্থীর দেওরকে খুন করা হয়েছে।’’ এদিকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ ঘটনাটিকে দুঃখজনক বলেন।
এর পাশাপাশি সস্তার রাজনীতি করার জন্য বিজেপিকে আক্রমণ শানিয়ে বলেন, ‘‘নিহত ব্যক্তির সাথে রাজনীতির কোনো সম্পর্ক ছিল না। অথচ পঞ্চায়েত ভোটের আগে সব বিষয়েই তৃণমূলকে কাঠগড়ায় তোলা হচ্ছে। পুলিশী তদন্তে সবটা পরিষ্কার হয়ে যাবে।”