চয়ন রায়ঃ কলকাতাঃ আজ কলকাতার কোয়েস্ট মলের পিছন দিকে ব্রাইট স্ট্রিট সংলগ্ন এলাকার একটি ঘর থেকে এক জন যুবকের দেহ উদ্ধার করা হয়। আর ঘরের ভিতর থেকে একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত যুবকের নাম সমশের আলি। বয়স ৩৮ বছর। বাড়ি শামসুল হুদা রোডে।
জানা গিয়েছে, সমশের ঠিকাদারি করতেন। এদিন সকালবেলা তাকে অচৈতন্য অবস্থায় একটি ঘরে পড়ে থাকতে দেখা যায়। সমশেরের গলায় কাটা দাগ ছিল। ঘরের দেওয়ালেও রক্তের দাগ পাওয়া গিয়েছে। সমশেরের স্ত্রী মৃতদেহটি শনাক্ত করেন। এই ঘটনাটি পুলিশকে জানানো হলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হন।
আর এই খুনের নেপথ্যে কারা রয়েছে, বা কি উদ্দেশ্য এই খুন করা হয়েছে তা জানতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়। কড়েয়া থানা এই ঘটনায় প্রাথমিক তদন্তে নেমেছিল। পরে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের উদ্যোগে এই সমগ্র বিষয়টির যথাযথ তদন্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে।