নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ আজ সকালে মালদার মহানন্দা নদীর রামকৃষ্ণ মিশন ঘাট থেকে থেকে ১ যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত যুবকের নাম সৌম্যজিৎ দত্ত। বয়স ৩৮ বছর। বাড়ি রামকৃষ্ণ মিশন রোড এলাকায়।
পরিবার সূত্রে জানা যায়, সৌম্যজিৎ পেশায় একটি বেসরকারি নার্সিংহোমের কর্মী ছিলেন। গতকাল রাতেরবেলা বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি। কিন্তু আর আজ সকালে পরিবারের লোকেরা খোঁজাখুঁজি করতে গিয়ে মহানন্দা নদী থেকে মৃতদেহ উদ্ধার করে।
ইংরেজবাজার থানার পুলিশকে এই ঘটনার খবর দেওয়া হলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে হাসপাতালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এর পাশাপাশি মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে। এর মৃত্যুর ঘটনাটিকে কেন্দ্র করে পরিবারে শোকের ছায়া নেমে আসার সাথে সাথে এলাকায় তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।