নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ সদর ব্লকের বেনাডিহি গ্রামে তিন দিন নিখোঁজ থাকার পর কাঁসাই নদীর ধারে একটি মাঠ থেকে উদ্ধার হয়েছে ৮ বছর বয়সী একটি কিশোরের দেহ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা শুরু হয়। এটি খুনের ঘটনা বলে অভিযোগ উঠছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হঠাৎই ওই কিশোর নিখোঁজ হয়ে যায়। কিন্তু কোথাও খুঁজে না পেয়ে পরিবারের তরফে কোতোয়ালি থানায় নিখোঁজ ডায়েরী করা হয়। পুলিশ অভিযোগের ভিত্তিতে তল্লাশী চালিয়েও কোনো কিনারা পাননি। এদিন তার দেহ এলাকাবাসীরা মাঠের কাছে উদ্ধার করেন পুলিশের কাছে খবর দেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান।
Sponsored Ads
Display Your Ads Here
এছাড়া ওই কিশোরের শরীরের একাধিক জায়গা ক্ষতচিহ্ন পাওয়া যায়। এরই মধ্যে এলাকাবাসীরা সন্দেহভাজন এক জন যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। অভিযোগ, ওই যুবকই খুন করেছেন। তিনি সম্পর্কে কিশোরের সৎদাদা। পুলিশ এলাকায় উত্তেজনা প্রশমনের জন্য এলাকায় টহল দিচ্ছেন। পাশাপাশি ওই কিশোরের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে অভিযুক্তের শাস্তির দাবীতে দফায় দফায় বিক্ষোভ চলে।
Sponsored Ads
Display Your Ads Here