উদ্ধার হলো নদীতে ডুবে যাওয়া ১ ব্যক্তির মৃতদেহ
শিবশঙ্কর চট্টোপাধ্যায়ঃ দক্ষিণ দিনাজপুরঃ অতি সম্প্রতি নদীতে তলিয়ে যাওয়া এক ব্যবসায়ীর দেহ উদ্ধার হওয়ার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। দক্ষিন দিনাজপুর জেলার পতিরাম থানা এলাকার বি এস এফ গেট এলাকার আত্রেয়ী নদীতে ঘটনাটি ঘটেছে। মৃত ব্যবসায়ীর নাম কৌশিক নাথ। বয়স ৩৫। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমেছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সুত্রে জানা গেছে, পতিরাম থানার বি এস এফ ক্যাম্প এলাকার কৌশিক নাথ নামের একজন বার ব্যাবসায়ী দুপুরে এলাকার আত্রেয়ী নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যায়। সেই সময় আত্রেয়ী নদীর ঘাটে থাকা অন্যান্য বাসিন্দারা বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দাদের খবর দিলে এলাকার বেশ কয়েকজন বাসিন্দা ওই ব্যবসায়ীকে উদ্ধারের জন্য নদীতে ঝাঁপ দিলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
পতিরাম থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে ডুবুরির সাহায্যে উদ্ধারকার্য চালালেও পুলিশের ডুবুরিরা কৌশিকের সন্ধান পায়নি। এদিকে ভোর হতেই স্থানীয় বাসিন্দারা নদীতে তল্লাশি চালালেও দেহ মেলেনি। পরে কৌশিকের দেহ নদীতে ভেসে উঠলে স্থানীয়রা পুলিশের কাছে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়।
এলাকার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কৌশিক মিষ্টভাষী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। মৃত কৌশিক নাথ বিবাহিত ছিলেন। কিন্তু লকডাউনের আগে স্ত্রী বাপের বাড়ি শিলিগুড়িতে তাদের ১২ বছরের মেয়েকে নিয়ে ঘুরতে গেছিলেন। তবে এই ঘটনার খবর পেয়ে মেয়েকে নিয়ে ফিরে আসেন। এই ঘটনার পর থেকেই ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নদী থেকে মৃতদেহ উদ্ধার করার পর সকল এলাকাবাসী তাদের প্রিয়জনকে একবার শেষ দেখা দেখতে জড়ো হয়”।