অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ সকালবেলা ময়দানের ডাফরিন রোডের একটি নালা থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
জানা গেছে, এদিন কয়েক জন কিশোর ময়দানে ক্রিকেট অনুশীলনের জন্য গিয়েছিলেন। তখন তার দেহ নালায় পড়ে থাকতে দেখে। এরপর স্থানীয়রা ঘটনাস্থলে আসতেই মৃতদেহের অদূরে এক জোড়া জুতো পরে থাকতে দেখেন। স্থানীয়দের একাংশের কথায়, “ওই ব্যক্তি ফুটপাথবাসী।” ময়দান থানার পুলিশও খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এসএসকেএম হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।
Sponsored Ads
Display Your Ads Here
পুলিশ জানিয়েছে, “দেহের কোথাও কোনোরক্তের দাগ ছিল না। প্রাথমিক ভাবে কোথাও ক্ষতচিহ্ন পাওয়া যায়নি।” কিন্তু ওই ব্যক্তির মৃত্যু কিভাবে হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট ভাবে জানা যাবে বলে মনে করা হচ্ছে। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। যদিও মৃতের পরিচয় সম্পর্কে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি।
Sponsored Ads
Display Your Ads Here