নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিম মেদিনীপুরঃ আজ পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানা থেকে মাত্র কয়েকশো মিটার দূরে বালিচক লকগেট এলাকায় খালের জল থেকে ভাসমান অবস্থায় ১ জন ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম শক্তিপদ সিট। বয়স ৩৪ বছর। বাড়ি নারায়নগড় থানার রাজপুর এলাকায়। থানা থেকে মাত্র ঢিল ছোড়া দূরত্বে দেহ উদ্ধারকে কেন্দ্র করে শোরগোল ছড়িয়ে পড়ে।
জানা যায়, প্রথমে এলাকাবাসীরা দেহটি ভেসে থাকতে দেখে ডেবরা থানার পুলিশের কাছে খবর দেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়। এরপর পরিবারের সদস্যরা গিয়ে দেহ শনাক্ত করলে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। কিন্তু এই ঘটনা ঘটেছে কিভাবে তা পরিবারের কেউ বুঝতে পারছেন না। যদিও পুলিশ এটি দুর্ঘটনা নাকি খুন, তা ভালোভাবে খতিয়ে দেখছে।