নিজস্ব সংবাদদাতাঃ তামিলনাড়ুঃ তামিলনাড়ুর চেন্নাইয়ের কুন্দ্রথুর এলাকায় বন্ধ ঘরে এক দম্পতির দুই সন্তানের মৃত্যু হয়েছে। সূত্রের খবর, ওই পরিবার ইঁদুরের জ্বালায় অতিষ্ঠ হয়ে ওঠায় ‘পেস্ট কন্ট্রোলে’ খবর দেন। ফলে ‘পেস্ট কন্ট্রোল’ সংস্থা থেকে কর্মী থেকে এসে ইঁদুর মারার গুঁড়ো বিষ ঘরের কোণায় কোণায় রেখে গিয়েছিলেন।
এদিন রাতেরবেলা ওই পরিবার জানলা-দরজা বন্ধ করে ঘুমোতে যায়। ঘরে এসিও চলছিল। পরদিন পরিবারের কারোর সাড়াশব্দ না পাওয়ায় প্রতিবেশীদের সন্দেহ হয়। এরপর পুলিশের কাছে খবর দেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে ঘরের দরজা ভেঙে ঢুকতেই দেখেন দুই সন্তান সহ দম্পতি অচৈতন্য হয়ে পড়ে রয়েছেন। তারপর তাদের চার জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা দম্পতির দুই সন্তানকে মৃত বলে ঘোষণা করেন। আর দম্পতির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে, ঘরের ভিতর ইঁদুর মারার বিষ খোলা অবস্থায় রাখা ছিল। রাতেরবেলা দম্পতি খেয়েদেয়ে এসি চালিয়ে শুতে গিয়েছিলেন। এর ফলে ঘরের সব জানলাও বন্ধ থাকায় মনে করা হচ্ছে, গুঁড়ো বিষ ঘরের বাতাসের সাথে মিশে গিয়েছিল। আর ওই বাতাস নিঃশ্বাসের সাথে শরীরে প্রবেশ করে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট না আসা অবধি মৃত্যুর কারণ স্পষ্ট বলা যাবে না।