নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ আজ মুর্শিদাবাদের বহরমপুর থানার অর্ন্তগত রাজধরপাড়ায় বাড়ি থেকে উদ্ধার হল বৃদ্ধ-বৃদ্ধার মৃতদেহ। মৃতদের নাম আব্দুর রহিদ শেখ ও রিজিয়া বিবি। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
পরিবার সূত্রে জানা যায়, সকালবেলা প্রতিবেশীরা ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে বাড়িতে খবর দেওয়া হলে সকলে ছুটে এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে দেখা যায়, আব্দুর রহিদ শেখ এবং রিজিয়া বিবি চাদরে মুখ ঢাকা অবস্থায় পড়ে আছেন। আর চাদর সরাতে দেখা গিয়েছে, দু’জনেরই নাকে-মুখে ক্ষতচিহ্ন। আর চাদরের বেশ কিছু জায়গায় রক্ত লেগেছিল।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর তড়িঘড়ি মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে খুন না আত্মহত্যা তা খতিয়ে দেখছেন। প্রাথমিক ভাবে চিকিৎসকদের অনুমান যে, অ্যাসিড জাতীয় কিছুর কারণে মুখে ক্ষত চিহ্ন তৈরী হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিষয়টি আরো পরিষ্কার হবে।
Sponsored Ads
Display Your Ads Here