নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ বীরভূমের মহম্মদবাজার ও মল্লারপুর থানার সীমানায় কাছে ম্যানেজারপাড়া থেকে রহস্যজনক ভাবে এক জন যুবতী এবং তার দুই জন শিশু সন্তানের মৃত্যু হয়েছে। জানা গেছে, ২৫ বছর বয়সী লক্ষ্মীর স্বামী লাল্টু কর্মসূত্রে দুর্গাপুরে থাকায় লক্ষ্মী ৮ বছর বয়সী পুত্র অভিজিৎ ও ১০ বছর বয়সী কন্যা রূপালীকে নিয়ে থাকতেন। আজ সকালবেলা প্রতিবেশীরা লক্ষ্মীর নিথর দেহ খাটের উপর এবং অভিজিৎয়ের দেহ খাটিয়ার নীচে আর রূপালীর দেহ কম্বলে মোড়ানো অবস্থায় দেখতে পান। এরপর প্রতিবেশীরা পুলিশের কাছে খবর দিলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসেন।
কিন্তু মৃতদেহ উদ্ধার করতে গেলে বাসিন্দারা বিক্ষোভ দেখাতে থাকেন। স্থানীয়দের অভিযোগ, “ওই তিন জনকে খুন করা হয়েছে।” অতএব, খুনীদের গ্রেফতার করা না হলে মৃতদেহ উদ্ধার করতে দেওয়া হবে না। প্রাথমিক ভাবে পুলিশ খুনের বিষয়টি উড়িয়ে দিচ্ছে না। কারণ তিন জনের মাথাতেই ভারী বস্তু দিয়ে গভীর আঘাতের চিহ্ন ছিল। তবে পুলিশ অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করার আশ্বাস দিয়ে মৃতদেহগুলি উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। এছাড়া গোটা ঘটনাটির তদন্ত শুরু করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোরগোল পড়ে যায়।
Sponsored Ads
Display Your Ads Here