ব্যুরো নিউজঃ বাল্টিমোরের ব্রিজ দুর্ঘটনায় ডুবুরিরা ২ জন শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে। আর ৪ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন। এই ছ’জন শ্রমিক ব্রিজের গর্ত মেরামতির দায়িত্বে ছিলেন। প্রসঙ্গত, আচমকা একটি কার্গো জাহাজের ধাক্কায় ব্রিজ ভেঙে গিয়ে ওই শ্রমিকরা নদীতে তলিয়ে যান। আর ২৪ ঘণ্টার পর প্যাটাপস্কো নদীর মুখ থেকে দু’জন শ্রমিকের মৃতদেহ উদ্ধার হয়েছে। এছাড়া ভেঙে পড়া ব্রিজের মাঝামাঝি জলের প্রায় ৭.৬২ মিটার গভীরে একটা লাল পিক আপ ট্রাকও উদ্ধার হয়েছে।
ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড জাহাজের ‘ব্ল্যাক বক্স’ ডেটা রেকর্ডারও উদ্ধার করেছে। এমনকি ব্রিজ ভেঙে পড়ার কয়েক মিনিট আগের রেডিও চ্যাটার রেকর্ডিংও হাতে এসেছে। এদিকে নদীতে ব্রিজের ধ্বংসাবশেষ ও বেশ কিছু যানবাহন পড়ে থাকায় ডুবুরিরা গভীরে নামতে পারছেন না। এই কারণে আপাতত উদ্ধারকাজ স্থগিত করা হয়েছে। তবে ইতিমধ্যেই দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আর এখনো বাকি চার জন শ্রমিক নিখোঁজ থাকায় তাদের মৃত বলে অনুমান করা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here
উল্লেখ্য যে, বাল্টিমোর মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব সমুদ্র তীরের অন্যতম একটি ব্যস্ত বন্দর। এখানে অটোমোবাইল এবং কৃষিজাত সরঞ্জাম আমদানি ও রপ্তানী হয়। মূলত এখান থেকেই দেশের অন্যান্য বন্দরের তুলনায় সবচেয়ে বেশী অটোমোবাইল পরিবহণ হয়। কিন্তু ব্রিজ ভেঙে পড়ায় বর্তমানে এই বন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। ফেডারেল তদন্তকারীরা দুর্ঘটনার কারণ জানতে জাহাজের বাইশ জন ক্রু সদস্যকে জিজ্ঞাসাবাদ করে। এর থেকে দুর্ঘটনার বিস্তারিত বিবরণ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here