চয়ন রায়ঃ কলকাতাঃ আজ নিউটাউনের ঘোষপাড়া এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার ৭ বছর বয়সী বিভাংশু পটেল নামে এক শিশুর রক্তাক্ত দেহ। আর গুরুতর আহত হয়েছেন ওই শিশুর মা সহ দুই জন মহিলা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
এলাকাবাসীরা জানান, “বিভ্রাংশু দাদা ও মায়ের সাথে একটি ভাড়াবাড়িতে থাকত৷ চিৎকার শুনে বিভাংশুদের বাড়িতে গিয়ে দেখা যায়, তার শরীরটা মায়ের কাছেই রাস্তার উপর অর্ধেক করে কাটা অবস্থায় পড়ে রয়েছে। পাশে বিভ্রাংশুর মা এবং অণিমা দাস নামের এক জন প্রৌঢ়াকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়।
Sponsored Ads
Display Your Ads Hereআর ওই বাড়িতেই ভাড়া থাকা লক্ষ্মণকুমার নামে এক জন যুবক মাংস কাটার ছুরি হাতে ঘর থেকে ছুটে পালাচ্ছিল।” এলাকাবাসীদের একাংশ মনে করছেন, প্রতিবেশীদের মধ্যে অশান্তির জেরেই এই ঘটনা ঘটেছে। যদিও ইকোপার্ক থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছেন। আর লক্ষ্মণকুমারকে গ্রেফতার করার চেষ্টা চালানো হচ্ছে।