রায়া দাসঃ কলকাতাঃ অফিস ছুটির ব্যস্ত সময়ে শুক্রবার সেক্টর ফাইভের বহুতলের নীচ থেকে ১ জন যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত ব্যক্তির নাম পরিবেশ চট্টোপাধ্যায়। তিনি একটি বেসরকারী সংস্থায় কর্মরত ছিলেন।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
এই শোরগোলের মধ্যেই ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে পাঠায়। পরদিন আরজি কর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, পরিবেশ ষোলো তলা থেকে ঝাঁপ দিয়েছেন। কিন্তু এটা নিছক দুর্ঘটনা না আত্মহত্যা, নাকি এই দুর্ঘটনার পিছনে অন্য কোনো কারণ রয়েছে? তা জানতে ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে। পাশাপাশি পরিবেশের পরিবারের সদস্যদের সাথে যোগাযোগের করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একইসাথে অফিসের কর্মীদেরকেও তথ্য জানাতে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।