নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ আজ পূর্ব মেদিনীপুরের পটাশপুরে গলার নলি কাটা অবস্থায় এক যুবকের দেহ উদ্ধার হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের নাম দীপঙ্কর গিরি। বয়স ৩৪ বছর। বাড়ি পটাশপুর দুই নম্বর ব্লকের পচেট গ্রাম পঞ্চায়েতের উত্তরপাড়া গ্রামে।
জানা যায়, এদিন দীপঙ্করের পাশেই তার স্ত্রী লক্ষ্মী গিরি শুয়েছিলেন। কিন্তু ভোরবেলা লক্ষ্মী চিৎকার করে উঠতেই প্রতিবেশীরা শুনতে পেয়ে ছুটে এসে দেখেন, দীপঙ্করের দেহ গলার নলি কাটা অবস্থায় বিছানায় পড়ে রয়েছে। এদিকে, স্ত্রীর দাবী, ‘‘দীপঙ্করের পাশে ঘুমালেও এই বিষয়ে কিছুই টের পাননি। ঘটনার সময় উঠে গিয়েছিলেন। তবে গোঙানির আওয়াজ পেয়ে ছুটে এসে স্বামীকে গলা কাটা অবস্থায় ছটফট করতে দেখেন।’’ কিন্তু প্রতিবেশীরা এই দাবী অস্বীকার করে জানান, ‘‘দীপঙ্করের প্রথম স্ত্রীর সাথে বিচ্ছেদ হয়ে গিয়েছিল।
এক সন্তানকে নিয়ে স্ত্রী বাপের বাড়িতে চলে গিয়েছিল। এরপরই দীপঙ্করও স্বামী পরিত্যক্তা ছ’বছর বয়সী সন্তান সহ লক্ষ্মীকে বিয়ে করেন। তবে প্রাক্তন স্বামী লক্ষ্মীকে পুনরায় নিজের বাড়িতে ফিরিয়ে নিতে যেতে চাইলে সে পুরোনো সম্পর্কে ফিরতে রাজি হননি। আবার দীপঙ্করও ছাড়তে চাননি। তাই প্রাক্তন স্বামী প্রতিশোধ নিতে বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে দীপঙ্করের গলার নলি কেটে খুন করে। আর লক্ষ্মীর প্রাক্তন স্বামীই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকায় সে গোটা বিষয়টি চাপা দিতে চাইছেন।’’ ইতিমধ্যে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে লক্ষ্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
কিন্তু অভিযুক্ত পলাতক থাকায় খোঁজ চালানো হচ্ছে। আপাতত এই ঘটনায় লক্ষ্মীর প্রাক্তন স্বামীকে অনুমান করা হচ্ছে। পাশাপাশি, পুলিশ মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এছাড়া সমগ্র ঘটনাটি ভালোভাবে তদন্ত করা হচ্ছে। স্থানীয় পঞ্চায়েত সদস্য, গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা স্বপনকুমার ঘোড়াই বলেন, ‘‘খুন হয়েছে কি কারণে বলতে পারব না। পুলিশী তদন্তের পরে তা জানা যাবে। পরিকল্পিত ভাবে খুন বলে প্রাথমিক ভাবে অনুমান করছি।’’