টোটো নিয়ে বেরিয়ে পরদিন রাস্তা থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ ভোররাতে নিউটাউনের চোদ্দ নম্বর ট্যাঙ্কের কাছে রাস্তার ধারের পরিত্যক্ত জায়গা থেকে রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। মৃতের নাম সুশান্ত ঘোষ। বাড়ি রাজারহাটের রিকজোয়ানি মাঝেরহাট পাড়াপাড়া। পেশায় একজন টোটো চালক।

পরিবার সূত্রে জানা গেছে, মাঝে মধ্যে সুশান্ত অতিরিক্ত উপার্জনের জন্য টোটো নিয়ে বেরিয়ে পড়ত। গতকালও ঠিক তেমনই হয়েছিল। কিন্তু এরপর থেকে আর কোনো খোঁজ ছিল না। অনেকবার ফোন করা হলেও কোনো উত্তর পাওয়া যায়নি। আর এদিন মৃত্যুর খবর আসে। স্থানীয় ইকো পার্ক থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটিকে চিনারপার্কের একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এদিকে, একজন সাধারণ টোটো চালককে কেউ কোন রোষেই বা খুন করতে যাবে? এই নিয়ে যথেষ্ট ধোঁয়াশা তৈরী হয়।

সুশান্তের পরিবারের সদস্যের অভিযোগ, “অনেক দিন থেকে সুশান্ত সম্পর্কের টানাপোড়েন ও টাকার লেনদেন নিয়ে জর্জরিত ছিল। আর সেই ভিত্তিতে সম্ভবত পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে।” পুলিশের অনুমান, প্রথমে তাকে কুপিয়ে খুন করে ভারী কিছু একটা দিয়ে আঘাত করা হয়েছে। ফলে অতিরিক্ত রক্তক্ষরণের জেরে মৃত্যু হয়েছে। ইতিমধ্যে পুলিশ এই ঘটনায় দু’জনকে আটক করেছে। আপাতত তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram