গাড়িতে লাগানো ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ বিজেপির দিকে
অমিত মহন্তঃ দক্ষিণ দিনাজপুরঃ নির্বাচন এগিয়ে আসার সাথে সাথে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর অশান্ত হয়ে উঠছে। এবার রাতের অন্ধকারে গঙ্গারামপুরে তৃণমূলের নির্বাচনী প্রচারের গাড়িতে লাগানো ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযোগের তীর বিজেপির দিকে।
এমন ঘটনার পরে বুধবার তৃণমূল কংগ্রেস গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। এদিকে এমন ঘটনা প্রকাশ্যে আসতেই গঙ্গারামপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মৃণাল সরকার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
তৃণমূল সূত্রে খবর, মঙ্গলবার রাতে নির্বাচনী প্রচার সেরে গঙ্গারামপুর শহরের বড়বাজার এলাকায় তৃণমূলের নির্বাচনী প্রচারের গাড়ি রাখা ছিল। আর রাতের অন্ধকারে মোটরবাইকে করে চার জন দুষ্কৃতী এসে তৃণমূলের নির্বাচনী ফেস্টুন ছিঁড়ে ফেলে দেয় বলে অভিযোগ ওঠে। ইতিমধ্যে সেই দৃশ্য এলাকার সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে।
বুধবার এই ঘটনা প্রকাশ্যে আসতেই শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এর পাশাপাশি এই ঘটনার প্রতিবাদ জানিয়ে গঙ্গারামপুর টাউন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি কৌশিক সাহা গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। এই ঘটনায় দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবী তুলেছেন গঙ্গারামপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মৃণাল সরকার।